বাসস ক্রীড়া-৫ : ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ফেবারিট দেখছেন ফখর জামান

293

বাসস ক্রীড়া-৫
বিশ্বকাপ-পাকিস্তান
২০১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ফেবারিট দেখছেন ফখর জামান
করাচি, ২৪ আগস্ট, ২০১৮ (বাসস) : পাকিস্তান ওপেনার ফখর জামানের বিশ্বাস ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জয়ে পাকিস্তানকে ফেবারিট হিসেবে বিবেচনা করা উচিত।
ক্যারিয়ারে এ পর্যন্ত দেশের হয়ে ১৮ ওয়ানডে ও ২২টি টি-২০ ম্যাচ খেলা জামানের মতে পাকিস্তানের বর্তমান টিম কম্বিনেশন এবং সাম্প্রতিক ফলের কারণেই তারা বিশ্বকাপ শিরোপা হাতে তোলার জন্য সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে জামান বলেন, ‘কেবলমাত্র সংখ্যা বাড়াতে নয়, শিরোপা জয়ের জন্যই আমরা ইংল্যান্ডে যাবো। আমি মনে করি, ২০১৯ বিশ্বকাপে আমাদের ফেবারিট ভাবাটাই সঠিক। কেননা, এ টুর্নামেন্টের জন্য আমাদের দল ভালোভাবে প্রস্তুত থাকবে।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তানের বর্তমান টিম কম্বিনেশন চমৎকার এবং সাম্প্রতিক সময়ে আমাদের ফলই তার প্রমাণ।’
বিশ্বকাপে দলের সবচেয়ে বড় হুমকির বিষয়ে জামান বলেন, প্রতিটি ম্যাচই ভিন্নধর্মী চ্যালেঞ্জ থাকবে। অবশ্য ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ।
তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে বিশেষ একটি দল পাকিস্তানের জন্য হুমকি হতে পারে না। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মতো দলগুলো তাদের দিনে যে কোন কিছু করতে সক্ষম। আমি মনে করি, বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই আমরা ভিন্নধর্মী চ্যালেঞ্জের সম্মুখীন হবো এবং যে দল সেদিন ভালো খেলবে তারাই জিতবে।’
মাত্র দশটি দল নিয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে এবং পাকিস্তান কোন কোন দলকে সহজ ও কঠিন মনে করছে জানতে চাইলে জামান বলেন, সকল ম্যাচই দর্শকদের জন্য উপভোগ্য হবে।
নিজের খেলার মানের উৎকর্ষতা বাড়াতে কাউন্টি ক্রিকেটকে উপকারী হিসেবে বিবেচনা করায় বিশ্বকাপ স্বপ্ন ছাড়াও জামান ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার ইচ্ছা ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘২০১৯ বিশ্বকাপ শেষে আমি ইংল্যান্ড কাউন্টি ক্রিকেট খেলতে চাই। ইতোমধ্যেই বেশ কয়েকটি দল আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং আশা করছি আগামী বছর ইংল্যান্ডে খেলার সুযোগ পাবো।’
তিনি আরো বলেন, ‘একজন ক্রিকেটারের খেলার উন্নতি ঘটাতে এবং নিজের খেলার মানের উন্নতি ঘটাতে হলে যে কোন খেলোয়াড়ের জন্য কাউন্টি খেলা দরকার।’
বাসস/স্বব/১৮১০/-এএমটি