পাবনায় আন্তঃনগর ট্রেনের ১০২টি টিকেটসহ দুই কালোবাজারী আটক

313

পাবনা, ২৪ আগস্ট ২০১৮ (বাসস) : পাবনার চাটমোহরে আন্তঃনগর ট্রেনের ১০২টি টিকেট ও নগদ টাকাসহ দুই কালোবাজারীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর রাতে তাদের আটক করা হয় বলে চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল বাসস’কে জানান।
তিনি বলেন, আটক দুই কালোবাজারী হলো-চাটমোহর উপজেলার কুবিরদিয়ার গ্রামের আবিদ হাসান সুজন ও রায়হান হোসেন।
তিনি বলেন, এ বছর চাটমোহর রেলস্টেশনে টিকেট কালোবাজারী বন্ধে পুলিশের নজরদারি বাড়াতে স্টেশনে সার্বক্ষণিক নিরাপত্তা পাহারার ব্যবস্থা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে চাটমোহরের অমৃতকুন্ডা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে রেলের টিকেট কালোবাজারীর সাথে জড়িত আবিদ ও রায়হানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ঢাকাগামী বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ৯৯টি নন এসি ও ৩টি এসি টিকেট এবং নগদ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুইজনকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।