সিপিটিইউ’র ডিআইএমএপিপি প্রকল্পটির বিশ্ব ব্যাংকের পরিচালক পুরস্কার লাভ

289

ঢাকা, ২৪ মার্চ, ২০২১ (বাসস): পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বাস্তবায়নাধীন ‘ডিজিটাইজিং ইমপ্লিমেন্টিং মনিটরিং এন্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমএপিপিপি)’ সর্বাধিক উদ্ভাবনী, সহযোগী এবং গতিশীল প্রশাসনের লক্ষে বৈশ্বিক অনুশীলন পরিচালনার জন্য বিশ্ব ব্যাংকের পরিচালক পুরস্কার পেয়েছে।
ডিআইএমএপিপিপি’র টাস্ক টিম লিডার ইশতিয়াক সিদ্দিক বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে আজ সিপিটিইউ’কে এই পুরস্কার সম্পর্কে জানিয়েছেন।
সিপিটিইউ-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
গভর্নেন্স জিপির গ্লোবাল ফোরামে গত সপ্তাহে পুরস্কারটি ঘোষণা করা হয়েছে।
বিশ্বব্যাংকের সহায়তায় পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন আইএমইডির সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) অব আইএমইডি ২০১৭ সালের ১ জুলাই থেকে ডিআইএমএপিপিপি বাস্তবায়ন করছে।
টাস্ক টিম লিডার আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগটি বাংলাদেশের সরকারি ক্রয় কর্মক্ষমতা আরও উন্নত করতে এবং তা অন্যান্য অনেক দেশকে অনুরূপ উদ্যোগ নিতে উৎসাহিত করতে সাহায্য করবে।