বাসস ক্রীড়া-৬ : মেসি রোনালদোকে ছাড়িয়ে চীনা নারি স্ট্রাইকার ওয়াং

321

বাসস ক্রীড়া-৬
ফুটবল-চীন-মেসি-রোনালদো
মেসি রোনালদোকে ছাড়িয়ে চীনা নারি স্ট্রাইকার ওয়াং
সাংহাই, ২৪ আগস্ট ২০১৮ (বাসস/এএফপিকে) : মেসি, রোনালদোকে ছাড়িয়ে এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা স্ট্রাইকার বনে গেছেন চীনের ‘নাইন- গোল দিবা’ খ্যাত ওয়াং শ্যানশান। এক ম্যাচে ৯ গোল করে এমন এক অনন্য রেকর্ড গড়েছেন চীনের এই নারী ফুটবলার।
বদলী হিসেবে মাঠে নেমে এই অনন্য কীর্তি গড়েছেন ওয়াং। এর ফলে তিনি চীনা ফুটবল অনুরাগী তো বটেই, বিশ্ব গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। মাত্র ২৯ মিনিটের মধ্যেই এই ৯ গোল করতে সক্ষম হয়েছেন তিনি। ওয়াং এর এমন চমকে সোমবার ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমসে তাজিকিস্তানকে ১৬-০ গোলে বিধ্বস্ত করেছেন চীন। এই নিয়ে আসরে মোট ১১ গোল আদায় করতে সক্ষম হয়েছেন এই চীনা স্ট্রাইকার। গ্রুপ পর্বের ম্যাচে হংকং এবং উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে একটি করে গোল পেয়েছেন তিনি। এর ফলে গ্রুপ সেরা হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চীন।
বাসস/এএফপি/এমএইচসি/১৭০০/-স্বব