বাসস বিদেশ-৫ : সৌদিতে মানবাধিকার কর্মীদের মৃত্যুদন্ডের মুখোমুখি করার রিপোর্টে কানাডার প্রধানমন্ত্রীর উদ্বেগ

230

বাসস বিদেশ-৫
সৌদি-কানাডার
সৌদিতে মানবাধিকার কর্মীদের মৃত্যুদন্ডের মুখোমুখি করার রিপোর্টে কানাডার প্রধানমন্ত্রীর উদ্বেগ
মন্ট্রিয়েল, ২৪ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : সৌদি আরবে মানবাধিকার কর্মীদের মৃত্যুদন্ডের মুখোমুখি করার রিপোর্টে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছেন। খবর এএফপি’র।
সৌদি আরবের মানবাধিকার লংঘনের ঘটনার সমালোচনা করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অচালবস্থার সূত্রপাত হয়। তবে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, কানাডা সৌদি আরবের সঙ্গে ‘কূটনৈতিক যোগাযোগ রক্ষা’ করে চলবে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, আদালতে সরকার পক্ষ প্রথমবারের মতে াএক নারীসহ পাঁচ মানবাধিকার কর্মীর মৃত্যুদন্ড প্রার্থনা করে। সুন্নি শাসিত সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশটি মূলত শিয়া সংখ্যাগরিষ্ঠ এলাকা। অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে এই গণবিক্ষোভে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃত্যুদন্ডের রায় ভিন্নভাবে কন্ঠ রোধ করার একটি কৌশল।
ব্রিটিশ কলম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক থাকা জরুরি।
তিনি বলেন, ‘একই সঙ্গে সৌদি আরবের মৃত্যুদন্ডে আমরা আমাদের উদ্বেগ জানাচ্ছি। আমাদের উদ্বেগ মানবাধিকার রক্ষায় এবং সারা বিশ্বব্যাপী আমাদের এই মূল্যবোধ তুলে ধরছি। ’
ট্রুডো বলেন, মানবাধিকারের পক্ষে কানাডা দৃঢ়ভাবে দাঁড়াবে।
তবে সৌদি সরকার মানবাধিকার কর্মীদের মৃত্যুদন্ডের মুখোমুখি করার বিষয়টি নিশ্চিত করেনি।
বাসস/এসই/১৬১৫/-এমএবি