সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরলে জাতি উপকৃত হবে : শ্রম প্রতিমন্ত্রী

371

খুলনা, ২০ মার্চ, ২০২১ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ, সত্য সংবাদ তুলে ধরলে দেশ-জাতি উপকৃত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সহজ হবে।
আজ খুলনা মহানগীর একটি হোটেলে মফস্বল সাংবাদিক সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বেগম মন্নুজান সুফিয়ান বলেন, অসির চেয়ে মসি বড়। সাংবাদিকরা মসি নিয়ে সক্রিয় থাকলে সমাজের অন্যায় অনিয়ম তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও অগ্রগতির তথ্য তুলে ধরলে দেশে এগিয়ে যাবে। তিনি সাংবাদিক সমাজের নিরাপত্তা এবং উন্নয়নের জন্য একতাবদ্ধ থাকার পরার্মশ দেন।
প্রতিমন্ত্রী সাংবাদিক হুমায়ুন কবির বালু, মানিক সাহাসহ যে সকল সাংবাদিক পেশাগত কারণে নির্যাতিত নিপিড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য শহিদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তিনি যে সকল সাংবাদিক সরকার প্রদত্ত প্রণোদনা এখনও পাননি তারা যাতে প্রণোদনার অর্থ পান সে বিষয়ে সহায়তার আশ্বাস দেন।
সাংবাদিক সোসাইটি’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাসচিব মোঃ সুমন সরদার বক্তৃতা করেন।