সকল প্রধান নদ-নদীর পানি সমতল বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে

370

ঢাকা, ২৩ আগস্ট, ২০১৮ (বাসস): দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণাধীন ৯৪টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬২টিতে পানি সমতল হ্রাস পেয়েছে, ১৯টিতে বৃদ্ধি পেয়েছে এবং অপরিবর্তিত রয়েছে ৫টি। কোন স্টেশনেই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১১১ মি.মি. এবং পঞ্চগড়ে ৯৬ দশমিক ৫ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।