বাসস ক্রীড়া-৪  : দলের জয়ে বল হাতে ভূমিকা রাখলেন মাহমুদুল্লাহ

317

বাসস ক্রীড়া-৪

ক্রিকেট-সিপিএল

দলের জয়ে বল হাতে ভূমিকা রাখলেন মাহমুদুল্লাহ

গ্রস ইসলেট, ২২ আগস্ট, ২০১৮ (বাসস) : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেটের সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়সের জয়ে বল হাতে ভূমিকা রাখলেন বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার মাহমুুদুল্লাহ রিয়াদ। গতরাতে টুর্নামেন্টের ১৩তম ও নিজেদের চতুর্থ ম্যাচে সেন্ট কিটস ৭ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া স্টার্সকে। টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে মাহমুদুল্লাহ’র সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়স। ব্যাটিং-এ নেমে ১২ দশমিক ৩ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া স্টার্স। দ্বিতীয় বোলার হিসেবে আক্রমনে এসে ২০ রানে ২ উইকেট নেন মাহমুদুল্লাহ। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শেলডন কটরেল। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় মাহমুদুল্লাহ’র দল। ব্যাট হাতে নামতে পারেননি মাহমুুদুল্লাহ। তার আগেই উপরের সারির ব্যাটসম্যানরা জয় নিশ্চিত করেন।

বাসস/এএমটি/১৭১৫/স্বব