মিরপুরে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে আহত ১১

379

ঢাকা, ২২ আগস্ট, ২০১৮ (বাসস) : রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় এক বাড়িতে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় মঙ্গলবার রাতে বিস্ফোরণে ১০ জন মারাত্মক আহত হয়েছেন।
পল্লবী থানার ডিউটি অফিসার এসআই হরিদাস বাসসকে জানান, মিরপুর-১২ নম্বরের পল্লবী ই ব্লকে মোরাপাড়া বিহারি ক্যাম্পের সামনে মোশারফ হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বাড়ির মালিক মোশারফ হোসেন (৪৫), তার ছেলে জিসান (১৮), ভাড়াটিয়া আওয়াল হোসেন বাবু (৩২), ভাড়াটিয়া সুরত আলী (৬০), সুরতের স্ত্রী বেদানা বেগম (৪০), তাদের মেয়ে আলেয়া (২৫), আলেয়ার মেয়ে মিলি (সাড়ে ৪ বছর), সুরতের ছেলে রাব্বি (২০), তার স্ত্রী লাবনী (১৮) এবং ভাড়াটিয়া আলমগীর হোসেন (৩২)।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বাসসকে বলেন, ওই রিজার্ভ ট্যাংকের নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। সেখানে ছিদ্র থেকেই গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।