বাসস দেশ-১৪ : ২১ আগস্ট’র গ্রেনেড হামলাকারীরা রক্ষা পাবে না : শিল্পমন্ত্রী

663

বাসস দেশ-১৪
আমু – ঝালকাঠি
২১ আগস্ট’র গ্রেনেড হামলাকারীরা রক্ষা পাবে না : শিল্পমন্ত্রী
ঝালকাঠি, ২১ আগস্ট, ২০১৮ (বাসস) : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীরা রক্ষা পাবে না। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
বিএনপি-জামায়াত মনে করেছিল শেখ হাসিনাকে হত্যা করতে পারলেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, এজন্য সেদিন শেখ হাসিনাকে লক্ষ্য করেই গ্রেনেড হামলা করা হয়েছিল। গ্রেনেড বিস্ফোরণে আইভি রহমানসহ ২৪ জন নিহত হলেও আল্লাহর রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে যান। আমির হোসেন আমু আজ মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘রক্তাক্ত ২১ আগস্ট’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মন্নান রসুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা মান্নান প্রমুখ বক্তৃতা করেন।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/২০০৫/কেজিএ