প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকার চেক বিতরণ সংস্কৃতিমন্ত্রীর

706

নীলফামারী, ২১ আগস্ট, ২০১৮ (বাসস) : সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া অনুদানের চেক বিতরণ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের বাংলাবান্ধা দলুয়া দোগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি ওই চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, গোড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সহযোগিতায় প্রধানমন্ত্রীন ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারের মধ্যে ১ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার চেক বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উল্লেখ্য, গত ঈদুল ফেতরের পর ১৭ জুন আনন্দ ভ্রমণ শেষে রাতে বাড়ি ফেরার পথে জেলার সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের ধোলাগাছি নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের ৮জন, গোড়গ্রাম ইউনিয়নের ১ জন, টুপামারী ইউনিয়নের ১ জনসহ ১০ জন যুবক। তারা একইসাথে একটি পিকআপযোগে বাড়িতে ফিরছিলেন। এসময় একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় ওই দুর্ঘটনাটি ঘটে।