সিলেটের নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে কয়েদি স্থানান্তরের প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরে শুরু হবে : অর্থমন্ত্রী

440

সিলেট, ২১ আগস্ট, ২০১৮ (বাসস) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সিলেটের বাদাঘাটে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে কয়েদি স্থানান্তরের প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে।
তিনি আজ মঙ্গলবার বিকেলে বাদাঘাটে নতুন কারাগার ও নগরীর জেলরোডস্থ পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
পুরাতন কারাগারের ভেতরে দশটি ঐতিহাসিক স্থান রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন,সেগুলো সংরক্ষণ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ি পুরাতন কারাগারে পার্ক নির্মাণ করা হবে। তিনি বলেন,পুরাতন কারাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে সেখানে ‘বঙ্গবন্ধু মিউজিয়াম’ করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
এবারের ঈদুল আজহা তাঁর কর্মজীবনের সর্বশেষ ঈদ উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত জানান, বয়স বাড়ায় শারিরিক কারণে ভবিষ্যতে আর কোন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই।
তিনি সিলেটসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। বিশেষ করে নিজের নির্বাচনি এলাকার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,‘সিলেটের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় তাদের প্রতিনিধি হিসেবে আমাকে দেশ-বিদেশে অবদান রাখার সুযোগ করে দিয়েছেন।’
কারাগার পরিদর্শনকালে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেটের সিনিয়র জেল সুপার ও ভারপ্রাপ্ত ডিআইজি প্রিজন মো. আব্দুল জলিল, সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের জেলা প্রশাসক নূমেরী জামান, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক দেবোজিৎ সিংহ, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।