থাইল্যান্ড অ্যাস্ট্রাজেনেকা টিকাদান কর্মসূচি পিছিয়েছে

268

ব্যাংকক, ১২ মার্চ, ২০২১ (বাসস ডেস্ক): থাইল্যান্ড তাদের দেশে অ্যাস্ট্রাজেনেকা কোভিড টিকাদান কর্মসূচি পিছিয়ে দিয়েছে। ইউরোপের অনেক দেশ রক্ত চাপের আশংকায় তাদের কর্মসূচি স্থগিত করার পর ব্যাংকক এ কর্মসূচি পিছিয়ে দিলো। খবর এএফপি’র।
থাইল্যান্ডে শুক্রবার থেকে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কর্মসূচি শুরুর কথা ছিল। এ কর্মসূচি শুরু হলে প্রধানমন্ত্রী প্রাউত চান-ও-চা প্রথম টিকা নেবেন বলে আশা করা হচ্ছিল।
থাইল্যান্ডের কোভিড-১৯ ভ্যাকসিন কমিটির উপদেষ্টা পিয়াসাকোল সাকোলসাতায়াদর্ন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘থাই নাগরিকদের জন্য টিকাদান কর্মসূচি অবশ্যই নিরাপদ হতে হবে। এক্ষেত্রে আমরা তড়িঘড়ি করে কিছু করবো না।’
তিনি বলেন, ‘যদিও অ্যাস্টাজেনেকা ভ্যাকসিনের গুণগত মান ভাল, তারপরও বিশ্বের অনেক দেশ এ কর্মসূচি শুরু করার ক্ষেত্রে বিলম্বের কথা বলায় আমরা তা শুরু করতে বিলম্ব করবো।
টিকাদান কর্মসূচি শুরু করার আগের দিন ডেনমার্ক, নরওয়ে ও আইসল্যান্ড অক্সফোর্ড/অ্যাস্টাজেনেকার টিকার ব্যবহার স্থগিত করার পর থাইল্যান্ডে এমন পদক্ষেপ নেয়া হলো।