বাসস ক্রীড়া-১ : ইংল্যান্ডকে ৫২১ রানের বড় টার্গেট দিলো ভারত

318

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-নটিংহাম টেস্ট
ইংল্যান্ডকে ৫২১ রানের বড় টার্গেট দিলো ভারত
নটিংহাম, ২১ আগস্ট ২০১৮ (বাসস) : নটিংহাম টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডকে ৫২১ রানের বিশাল টার্গেট দিয়েছে সফরকারী ভারত। অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৫২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৩ রান তুলেছে ইংল্যান্ড। ম্যাচ জয়ের জন্য এখনো ৪৯৮ রান করতে হবে ইংলিশদের। প্রথম ইনিংসে ৩২৯ রান করেছিলো ভারত। ইংল্যান্ড করেছিলো ১৬১ রান।
২ উইকেটে ১২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। চেতেশ্বর পূজারা ৩৩ ও কোহলি ৮ রানে অপরাজিত ছিলেন। পূজারা ৭২ রানে থামলেও কোহলি টেস্ট ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ১০টি চারে ১৯৭ বলে ১০৩ রান করেন কোহলি।
এছাড়া শেষ দিকে, হার্ডিক পান্ডিয়া অপরাজিত ৫২ ও আজিঙ্কা রাহানে ২৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ৩টি ও বেন স্টোকস ২টি উইকেট নেন।
বাসস/এএমটি/১৪৪০/-স্বব