নরসিংদীতে বাস-লেগুনার মুখোমুখী সংঘর্ষে ৮ জন নিহত

676

নরসিংদী, ২০ আগস্ট, ২০১৮ (বাসস) : নরসিংদীতে বাস-লেগুনার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জন লেগুনা যাত্রী নিহত ও ৮ জন আহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে বেলাবো উপজেলাধীন দড়িয়াপাড়া নামক স্থানে রাত পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে ঢাকার মহাখালীগামী বস পরিবহনের বাসের সঙ্গে মরজাল থেকে ভৈরবগামী লেগুনার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত ও ৮ জন যাত্রী আহত হয়, এরা সবাই লেগুনার যাত্রী ছিল। আহত ৮জনকে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আটজন জনের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। এরা হলেন- আবুল হোসেন (৫৫), আব্দুল মিয়া (২৪), মোবারক হোসেন (১৮), সুজন মিয়া (৩০) এবং তার ২২ বছর বয়সী স্ত্রী (নাম জানা যায়নি)। এদের অধিকাংশের বাড়ি ভৈরব হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা ধারনা করছেন।
দুর্ঘটনায় নিহতদের ভৈরব থানায় রাখা হয়েছে। এখানে কোন মর্গ না থাকায় পুলিশ এদের নরসিংদী হাসপাতাল মর্গে পাঠাতে পারে।