বাসস ক্রীড়া-১৩ : আগামী ৯ এপ্রিল শুরু আইপিএলের ১৪তম আসর

250

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-আইপিএল
আগামী ৯ এপ্রিল শুরু আইপিএলের ১৪তম আসর
নয়া দিল্লি, ৭ মার্চ ২০২১ (বাসস) : আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। ৩০ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে আইপিএলের।
আজ আইপিএলের ১৪তম আসরের সূচি ও ভেন্যু চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতের ৬টি ভেন্যুতে আসন্ন আসরটি অনুষ্ঠিত হবে। চেন্নাই ছাড়াও আইপিএলের খেলা হবে- মুম্বাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি এবং কলকাতায়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের প্লে-অফের ম্যাচগুলো হবে ২৫, ২৬ এবং ২৮ মে। ফাইনালসহ প্লে-অফের সবগুলো ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।
লিগ পর্বে ৫৬টি ম্যাচের ম্যাচের মধ্যে ১০টি করে খেলা হবে চেন্নাই, মুম্বাই, কলকাতা এবং বেঙ্গালুরুতে। দিল্লি এবং আহমেদাবাদে হবে ৮টি করে ম্যাচ।
রুদ্ধদার স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। পরে পরিস্থিতি বিবেচেনায় মাঠে দর্শক প্রবেশের সিদ্বান্ত নিবে বিসিসিআই।
বাসস/এএমটি/১৯১০/স্বব