বাসস দেশ-৩৭ : টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

121

বাসস দেশ-৩৭
৭ মার্চ- টাঙ্গাইল
টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
টাঙ্গাইল, ৭ মার্চ ২০২১ (বাসস): জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।মুখ্য আলোচক ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়।সকালে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অপরদিকে, দিবসটি উপলক্ষে রোববার বিকালে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে কেক কাটা, ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮২৫/এমকে