বাসস দেশ-৩৫ : মাগুরায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

130

বাসস দেশ-৩৫
মডেল মসজিদ- মাগুরা
মাগুরায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
মাগুরা, ৭ মার্চ ২০২১ (বাসস): জেলায় আজ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ।
আ রোববার দুপুরে জেলা শহরের পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
জেলা গণপূর্ত বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে ।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকী ইমাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা পারনান্দুয়ালীতে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকার চারতলা বিশিষ্ট এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭৯ লক্ষ ১৫ হাজার ৬২৪ টাকা। গণপূর্ত বিভাগ এ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮২০/এমকে