কূটনৈতিক আলোচনায় ইরানের অংশ নিবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী

273

ওয়াশিংটন, ৫ মার্চ, ২০২১ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বলেছে, জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় ইরানকে নিন্দা জানানোর একটি পরিকল্পনা ইউরোপীয় মিত্র দেশগুলো তুলে নেয়ায় ওয়াশিংটন প্রত্যাশা করছে যে, ইরান এখন কূটনৈতিক আলোচনায় ‘অংশ’ নেবে। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস জানান, ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বৈঠকে ইউরোপীয় দেশগুলো এ নিন্দা পরিকল্পনা প্রত্যাহার করে নেয়ায় ওয়াশিংটন খুশি।
প্রাইস সাংবাদিকদের বলেন, বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত অগ্রগতির একটি উপায় খুঁজে বের করতে ইরানের সম্মতির জন্য আমরা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করবো।
পরমাণু কেন্দ্র পরিদর্শন নিয়ে তেহরানের পদক্ষেপের সরাসরি সমালোচনা করে ইউরোপীয়দের একটি প্রস্তাব জমা দেয়ার পরিকল্পনা থাকলেও ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির প্রচেষ্টায় এ পরিকল্পনা প্রত্যাহার করে নেয়া হয়।
২০১৫ সালের নিরস্ত্রিকরণ চুক্তি বজায় রাখতে ইইউ’র পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তাবিত একটি বৈঠকের এখন সঠিক সময় নয় ইরান এমন কথা জানানোর পর এ পদক্ষেপ নেয়া হয়।