ঝিনাইদহে তিনদিন ব্যাপি পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

170

ঝিনাইদহ, ২মার্চ ২০২১ (বাসস): জেলার সদর উপজেলায় আজ তিন দিনব্যাপি খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার মধুপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’র খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালা উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কৃষিবিদ ড. মো. নুর আলম সিদ্দিকী।
কর্মশালায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, বারটান’র বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ প্রশিক্ষণ প্রদান করেন।
তিনদিন ব্যাপি এ কর্মশালায় কর্মশালায় ২টি শিফটে কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও পুরোহিত, স্বাস্থ্যকর্মিসহ ৬০ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন।