বাসস বিদেশ-৪ : মিয়ানমারে ডেঙ্গু জ্বরে ৪ জনের মৃত্যু

135

বাসস বিদেশ-৪
মিয়ানমার-ডেঙ্গু
মিয়ানমারে ডেঙ্গু জ্বরে ৪ জনের মৃত্যু
ইয়াঙ্গুন, ২০ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মোন রাজ্যে চলতি বছরের জানুয়ারি মাস থেকে ডেঙ্গু জ্বরে ১ হাজার ২শ’ জনেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চার জন মারা গেছে।
সোমবার রাষ্ট্রীয় সংস্থা সংস্থা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার একথা জানিয়েছে।
রাজ্যটির মাওলামিন ও মুদোনে ২শ’ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর পাউং, থানবিউজায়াত, ইয়ে ও কিয়াইমারাও শহরে সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছে।
এই ভাইরাসে আক্রান্ত হয়ে পাউং শহরের আট মাস বয়সী শিশু, থানটন শহরে ১৫ বছর বয়সী কিশোর ও থানবিউজায়াত শহরে নয় বছর বয়সী বালক ও ইয়ে শহরে চার বছর বয়সী এক শিশু মারা গেছে।
রোগের প্রাদুর্ভাব এ বছরের ৪ আগস্ট পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেক কমেছে।
বাসস/ কেএআর/২টা/জুনা