কাতারকে হারিয়ে এশিয়াডের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

410

ঢাকা, ১৯ আগস্ট ২০১৮ (বাসস) : র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৬ ধাপ এগিয়ে কাতার। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক কাতার অনূর্ধ -২৩ দলকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আজ ইন্দোনেশিয়ার চান্দ্রাবাগা স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান গেমেসে কাতারকে ১-০ গোলে হারিয়ে বি গ্রুপের রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ।
ম্যাচের শেষ মিনিটে (৯০ মি.) বাংলাদেশ দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক জামাল ভুইয়া। বাঁ প্রান্ত দিয়ে মাসুক মিয়ার পাসে ডি বক্সের লাইন থেকে ডান পায়ের মাটি কামড়ানো শটে কাতার গোল রক্ষককে পরাস্ত করেন তিনি। এই গ্রুপ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে উজবেকিস্তান।
এর আগে এশিয়ান গেমস ফুটবলে কখনও দ্বিতীয় রাউন্ডে ওঠা হয়নি বাংলাদেশের। ইন্দোনেশিয়ায় প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে হারের পরেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭৬ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে জিততে জিততেই শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছিল যুব টাইগাররা। এতে বেড়ে যাওয়া আত্মবিশ্বাস গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় এনে দিয়েছে লাল সবুজ জার্সির দলকে।
২০২২ সালের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে অংশ নিতে যাওয়া কাতার জাতীয় দলে এই বয়স ভিত্তিক দল থেকেই আট দশ জন খেলোয়াড়ের অংশগ্রহণের কথা রয়েছে। দলে আছে কাতারের বর্তমান জাতীয় দলের দুই খেলোয়াড়ও। তাদেরকেই হারিয়ে ফুটবলের ইতিহাসে প্রথমবারের মত দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী ২৩ আগষ্ট থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।