বাসস দেশ-২৬ : ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই, টোল আদায়ে রেকর্ড  

328

বাসস দেশ-২৬

মহাসড়ক-যানজটমুক্ত

ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই, টোল আদায়ে রেকর্ড

টাঙ্গাইল, ১৯ আগস্ট ২০১৮ (বাসস) : ঈদ যাত্রার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়নি। ঈদ যাত্রায় তৃতীয় দিনে রোববার পর্যন্ত ব্যস্ততম এই মহাসড়কে ভোগান্তি ছাড়াই ঈদে ঘরমুখো মানুষ যাতায়াত করতে পারছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন জানান, মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় এক হাজার সদস্য কাজ করছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৪৯০ টাকার টোল আদায় করেছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এই বিপুল পরিমাণে টোল আদায়ের মধ্যদিয়ে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড স্থাপন করেছে কর্তৃপক্ষ। গত ঈদ যাত্রায় দুই কোটি ২৬ লাখ ৪২ হাজার ৭৮০ টাকার টোল আদায় হয়েছিল। এবছর গত বছরের ঈদ যাত্রার চেয়ে ৩২ লাখ ৫৪ হাজার ৭১০ বেশি টোল আদায় হয়। বাসস/সংবাদদাতা/এমএআর/১৯৪০/কেএমকে