নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল

350

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আজ নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
নিউজিল্যান্ড সময় বিকেল ২টা ৪৫ মিনিটে টাইগাররা সেখানে পৌঁছায় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ।
আইসিসি সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার পথে বড় ভূমিকা রাখবে সিরিজটি।
করোনা শুরুর পর এই প্রথম বিদেশ সফরে গেল বাংলাদেশ দল। এমনকি ২০১৯ সালের মার্চে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর এটিই প্রথম নিউজিল্যান্ড সফর বাংলাদেশের।
ওই সফরে তৃতীয় ও শেষ টেস্ট না খেলেই সিরিজের মাঝপথে দেশে ফিরে আসে বাংলাদেশ।
করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর বাংলাদেশের ২০ সদস্যের স্কোয়াডকে কঠোর কোয়ারেন্টাইনে রাখা হবে। হাই পারফরমেন্স সেন্টার লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে তারা।
অষ্টম দিন থেকেই ক্রিকেটাররা, সীমিত আকারে ফিটনেস ও স্কিল ট্রেনিং করার সুযোগ পাবে। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে পাঁচদিনের ক্যাম্প করবে টাইগাররা।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। সেখানে এখন পর্যন্ত কোন জয়ের স্বাদ পায়নি টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টেস্ট, ১৩টি ওয়ানডে ও চারটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাননি দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই আসন্ন সিরিজে সাকিবকে পাচ্ছে না টাইগাররা।
সদ্যই ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ দল। দলের প্রথম সারির খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে সিরিজে অংশ নিয়েছিলো ক্যারিবীয়রা।
ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৪টায়। আর দ্বিতীয় শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
হ্যামিল্টনের সিডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও পহেলা এপ্রিল হবে পরের দু’টি টি-টুয়েন্টি। শেষ দু’টি টি-টুয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।