মালিতে জিহাদিদের হামলায় ২ সেনা সদস্য নিহত

291

বামাকো,২৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : মালির মধ্যাঞ্চলে জিহাদিদের হামলায় দেশটির দুই সেনা সদস্য নিহত এবং আরো সাতজন আহত হয়েছে। এ অঞ্চলে তাদেরকে প্রায় হামলা চালাতে দেখা যায়। মঙ্গলবার মালির সামরিক সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২ টার দিকে কোনা ও সেভারের মাঝামাঝি পথে সৈন্যরা একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের হামলার শিকার হয়।
বিবৃতিতে আরো বলা হয়, হামলার পর ‘স্থল ও বিমানবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।’
জিহাদি সমর্থিত স্থানীয় তুয়ারেগ উগ্রবাদিরা দেশের উত্তরাঞ্চলে বিদ্রোহ ঘোষণা করলে ২০১২ সালে মালিতে চরম বিশৃংখলা ছড়িয়ে পড়ে।
বিদ্রোহীদের দমনে ফ্রান্স সামরিক হস্তক্ষেপ করলে জিহাদিরা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে একত্রিত হয়ে ২০১৫ সালে মালির মধ্যাঞ্চলে তাদের তৎপরতা চালানো শুরু করে। এরপর তারা প্রতিবেশি দেশ নাইজার ও বুরকিনা ফাসোতেও ছড়িয়ে পড়ে।