বাসস বিদেশ-৬ : গাজা সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরাইল

135

বাসস বিদেশ-৬
ইসরাইল-ফিলিস্তিন
গাজা সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরাইল
জেরুজালেম, ১৯ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ইসরাইল গাজা ভূখন্ডে যাওয়ার একমাত্র সীমান্তপথটি বন্ধ করে দিয়েছে। সপ্তাহান্তে বিক্ষোভ ও সংঘর্ষের কারণে রোববার তারা এ পদক্ষেপ নিয়েছে। তবে মানবিক কার্যক্রমের জন্য সীমান্ত উন্মুক্ত থাকবে।
এক ইসরাইলি কর্মকর্তা একথা জানান।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র নিশ্চিত করেছেন যে এরেজ সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
শুক্রবার সীমান্তে বিক্ষোভ ও সংঘর্ষ চলাকালে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে দুই ফিলিস্তিনী নিহত হয়েছে।
ইসরাইলী সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনীরা কিছু সময়ের জ্য ইসরাইলী সীমান্তে ঢুকে পড়ে। এ সময় তারা সীমান্ত বেড়ায় আগুনবোমা ও দেশে তৈরি বোমা নিক্ষেপ করে।
যখন মিশর ও জাতিসংঘ কর্মকর্তারা ইসরাইল ও হামাসের মধ্যে দীর্ঘদীনের একটি অস্ত্রবিরোতির জন্য চেষ্টা করছে, ঠিক তখন এই সংঘর্ষ ও সীমান্ত বন্ধের ঘটনাটি ঘটে।
কতদিন পর্যন্ত এই সীমান্ত পথটি বন্ধ থাকবে সে সম্পর্কে ইসরাইলী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই নারী মুখপাত্র কিছু জানাননি।
গাজায় ফিলিস্তিনী কর্তৃপক্ষের বেসামরিক বিষয়ক দপ্তরও এই সীমান্ত বন্ধের সত্যতা নিশ্চিত করেছে।
বাসস/কেএআর/১৫৩০/জুনা