বগুড়ায় কৃষকরা বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন

665

বগুড়া, ২১ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : জেলার কৃষকরা বোরো চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। যেসব ক্ষেতে ধান লাগানো সম্পন্ন হয়েছে সে সব ক্ষেতে গভীর- অগভীর নলকূপ গুলো দিনরাত সেচ দিয়ে চলেছে। শুরুতে যে সব যে সব ক্ষেতে ধান লাগানো হয়েছে সেই ধান গাড় সবুজ হয়ে উঠেছে। বগুড়ায় এ পর্য়ন্ত ৮০ শতাংশ জমিতে বোরো রোপণ শেষ করেছে কৃষকরা। আবহাওয়া ঠিক থাকলে এবার বোরোর বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছে জেলার কৃষি সমম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। গত মৌসুমের মত এবারও ১ লাখ ৮৮ হাজার ৬৬ হেক্টর জমিতে বগুড়ায় বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যা থেকে ৭ লাখা ৭১ হাজার৯০৪ মেট্রিকটন চাল পাওয়া যাবে।ইতোমধ্যে ১লাখ ৩০ হাজার হেক্টর জমিতে ধান লাগানো সম্পন্ন হয়েছে। জেলার কোথাও সারের কোন সংকট নেই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহাদুজ্জামান জানান, এখনও অনেক ক্ষেতে আলু আছে। আলু উত্তোলন সম্পন্ন হলে কৃষকরা বোরোর জমিতে চারা রোপণ শুরু করবে। আর এ করণে লক্ষ্যমাত্রার চেয়ে আরো বেশি জমিতে বোরো চাষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরো জানান, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে বোরো রোপণ শুরু হয়েছে আর মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত রোপণ চলবে। জেলা সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান,কোন রকম প্রাকৃতিক দুর্যোগ না হলে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।