টিকাদানে নিয়ম ভঙ্গের অভিযোগ।। আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

547

বুয়েন্স আয়ার্স, ২০ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক): আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার রাতে পদত্যাগ করেছেন। কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নিয়ম ভঙ্গ করে তার বন্ধুদের ভ্যাকসিন দেয়া নিয়ে প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগ করলেন। খবর এএফপি’র।
এ কেলেঙ্কারির কথা প্রকাশ পাওয়ায় তাকে সরে যেতে প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ ডেকে পাঠানোর পর স্বাস্থ্যমন্ত্রী গিনেস গঞ্জালেস গার্সি পদত্যাগ করেন।
প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখা একটি চিঠিতে ৭৫ বছর বয়সী চিকিৎসক গঞ্জালেস গার্সিয়া বলেন, ‘আপনার অনুরোধের প্রতি সাড়া দিয়ে আমি স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।
৭১ বছর বয়সী সাংবাদিক হোরাসিও ভাবিতস্কি মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব থাকার সুবাদে তিনি টিকা পেয়েছেন এমন কথা বেতার কেন্দ্র জানানোর পর এ কেলেঙ্কারি ছড়িয়ে পড়ে। সাধারণ জনসাধারণের আগে মন্ত্রীর দপ্তরে তিনি টিকা নিয়েছিলেন।
এ পর্যন্ত আজেন্টিনায় কেবলমাত্র স্বাস্থ্য কর্মীদের টিকা দেয়া হয়েছে এবং বুয়েন্স আয়ার্স প্রদেশে কেবলমাত্র বুধবার ৭০ বছরের বেশি বয়সের মানুষকে টিকা দেয়া শুরু হয়েছে।