ফিজিতে শক্তিশালী ভূমিকম্প

364

সিডনী, ১৯ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ফিজি উপকূলের অদূরে রোববার ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।
জরিপ সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি সুনামি সৃষ্টির মতো শক্তিশালী, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন ভূকম্পনবিদরা জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটে ভূমিকম্প আঘাতে হানে। প্রশান্ত মহাসগরীয় দেশটির রাজধানী সুভা থেকে ৩৬১ কিলোমিটার পূর্বে ভূ-গর্ভের ৫৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কন্দ্রে জানায়, ‘ভূমিকম্পটি ভূপৃষ্ঠের অনেক গভীরে উৎপন্ন হওয়ায় সুনামিক আশঙ্কা নেই।’