মঙ্গলগ্রহে ‘ঐতিহাসিক’ পার্সাভারেন্স অবতরণকে স্যালুট বাইডেনের

539

ওয়াশিংটন, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার মঙ্গলগ্রহে ‘ঐতিহাসিক’ পার্সাভারেন্স রোভার অবতরণের ভূয়শী প্রশংসা করেছেন। বিজ্ঞানের ক্ষমতা এবং ‘আমেরিকান উদ্ভাবনী দক্ষতা’ প্রমাণের পর তিনি এমন প্রশংসা করলেন। খবর এএফপি’র।
টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘নাসা এবং পার্সাভারেন্সের ঐতিহাসিক অবতরণকে সম্ভব করতে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করা সকলকে অভিনন্দন। বিজ্ঞানের ক্ষমতা এবং আমেরিকার উদ্ভাবনী দক্ষতার বিষয় আজ আবারো প্রমাণিত হলো। আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালালে সম্ভাবনার দিকে এগিয়ে চলা কোন ব্যাপার না।’