নিউইয়র্কে ইরানের কূটনীতিকদের চলাফেরার বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র

555
A staff removes the Iranian flag from the stage after a group picture with foreign ministers and representatives of Unites States, Iran, China, Russia, Britain, Germany, France and the European Union during the Iran nuclear talks at the Vienna International Center in Vienna on July 14, 2015. Iran and six major world powers reached a nuclear deal on Tuesday, capping more than a decade of on-off negotiations with an agreement that could potentially transform the Middle East, and which Israel called an "historic surrender". AFP PHOTO / POOL / CARLOS BARRIA (Photo by CARLOS BARRIA / POOL / AFP) (Photo by CARLOS BARRIA/POOL/AFP via Getty Images)

ওয়াশিংটন, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানিয়েছে, তারা নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদরদপ্তরে দায়িত্ব পালনে স্বীকৃতিপ্রাপ্ত ইরানের কূটনীতিকদের চলাফেরার ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করেছে। উত্তেজনা হ্রাসের লক্ষ্যে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে চরমভাবে বাধা সৃষ্টি করে আসছিল এমন বিধিনিষেধ সংশোধনের মাধ্যমে বহুপাক্ষিক কূটনীতির অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা দূর করতে এখানে এমন পদক্ষেপ নেয়া হয়।’