‘মুজিববর্ষ’ উপলক্ষে নীলফামারীর ডিমলায় আশ্রয়ন প্রকল্প-২’র আওতায় দেড়শ’ ঘরের নির্মাণ কাজ শুরু

330

নীলফামারী, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলার ডিমলা উপজেলায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় দফায় ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর।
প্রতিটি ঘর নির্মানে একলাখ ৯৫ হাজার টাকা হিসাবে এ ঘরগুলো নির্মানে মোট ব্যয় হবে দুইকোটি ৯২লাখ ৫০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দনখড়িবাড়ী গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব ঘরের নির্মানকাজ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুল রহমান চৌধুরী, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, প্রথমধাপে উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর ১৮৫টি পরিবারকে প্রদান করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৫০টি পরিবারকে ঘর প্রদান করা হবে। এরমধ্যে খগাখড়িবাড়ী ইউনিয়নের ৭৬, বালাপাড়া ইউনিয়নের ৬৪ ও ডিমলা সদর ইউনিয়নের ১০টি পরিবার রয়েছে।