উগান্ডায় গ্রেনেড বিস্ফোরণে ৪ শিশু নিহত

317

কাম্পালা, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক): উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদজুমানি জেলার মাজি টু শরণার্থী শিবিরে গ্রেনেড বিস্ফোরণে চার শিশু নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুরা জঙ্গল থেকে গ্রেনেড কুড়িয়ে বাসায় নিয়ে যায়। সেখানে আরো কিছু শিশু জড়ো হয়।
তারা গ্রেনেডটিকে কাটার চেষ্টা করলে এটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই তিন শিশু নিহত ও আরো ছয়জন মারাত্মকভাবে আহত হয়। কাছের একটি হাসপাতালে তাদের নেয়ার পর একজন মারা যায়।
উল্লেখ্য, মাজি টু শরণার্থী শিবিরে প্রতিবেশী দক্ষিণ সুদান থেকে আসা ১৭ হাজারেরও বেশি শরণার্থী বাস করছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা সূত্রে এ কথা জানা গেছে।