কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

173

ঢাকা, ১৮ আগস্ট, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ সাবেক জাতিসংঘ (ইউএন) মহাসচিব কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শান্তিতে নোবেল বিজয়ী কফি আনান ৮০ বছর বয়সে আজ শনিবার মারা গেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ঘানার এই কূটনৈতিক ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের জন্যে বিশ্ববাসী কফি আনানের কথা মনে রাখবে।’
আব্দুল হামিদ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।’
কফি আনান মূলত তার সমগ্র কর্মজীবনের বেশির ভাগ সময় জাতিসংঘের দায়িত্ব পালনে পার করেন। তিনি ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন এবং ২০০১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।