মিয়ানমারের প্রেসিডেন্ট, স্টেট কাউন্সিলরের মামলাগুলো আইন অনুযায়ী চলবে : সেনাবাহিনী

609

ইয়াংগুন, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক): মিয়ানমারে আটক প্রেসিডেন্ট ইউ উইন মিয়ন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সুচির বিরুদ্ধে করা মামলার প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে।
মঙ্গলবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে সিনিয়র একজন সামরিক কর্মকর্তা এ কথা বলেন।
স্টেট এডমিনিস্ট্রেশান কাউন্সিলের প্রেস টিমের প্রধান এবং তথ্য বিষয়ক ডেপুটি মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তান বলেছেন, সুচি ও উইন মিয়ন্ট নিরাপদ স্থানে আটক রয়েছেন। উভয়ে ভালো আছেন।
তিনি আরো বলেন, কিছু বিষয় আছে যার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া প্রয়োজন। কাউন্সিল আইনের বাইরে গিয়ে কিছু করবে না।
আমদানি ও রপ্তানী আইনের আওতায় সুচির বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়। এরপর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনের প্রয়োগ ঘটিয়ে সুচির বিরুদ্ধে আরো অভিযোগ দায়ের করা হয়। একই আইন লংঘনের অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধেও মামলা করা হয়।
তারা উভয়ে বর্তমানে রিমান্ডে রয়েছেন। মঙ্গলবার মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়।
আগামী ১ মার্চ মামলার দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে আটক করে।
দেশটিতে সেনাবাহিনী এক বছরের জরুরি অবস্থা জারি করেছে।
গত নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।
ওইদিন নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।