বাসস দেশ-৪৮ : ২১ মে থেকে ঢাবির ভর্তি পরীক্ষা, ৮ মার্চ অনলাইন আবেদন শুরু

226

বাসস দেশ-৪৮
ঢাবি-ভর্তি-পরীক্ষা
২১ মে থেকে ঢাবির ভর্তি পরীক্ষা, ৮ মার্চ অনলাইন আবেদন শুরু
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২১ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে শুরু হবে। ‘ক’ ইউনিটের মাধ্যমে এই ভর্তি পরীক্ষা শুরু হবে, যা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া ৮ মার্চ থেকে শুরু হবে, যা ৩১ মার্চ পর্যন্ত চলবে।
আজ ক্যাম্পাসের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. হাসানুজ্জামান বাসস’কে এতথ্য জানিয়েছেন।
ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এছাড়া ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, ‘গ’ ইউনিট ২৭ মে,
‘ঘ’ ইউনিট ২৮ মে এবং ‘চ’ ইউনিট ৪ জুন ।
ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১১টায় শুরু হবে এবং বেলা সাড়ে ১২টায় শেষ হবে (এমসিকিউ’র জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট)।
বাসস/এমএমএম/অনু-এমএন/২৩১৬/এবিএইচ