বাসস দেশ-৪৪ : নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক চর্চার প্রবেশদ্বার : জি.এম. কাদের

235

বাসস দেশ-৪৪
জাপা-কাদের-পদক
নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক চর্চার প্রবেশদ্বার : জি.এম. কাদের
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক চর্চার প্রবেশদ্বার। সঠিক নির্বাচন ছাড়া গণতান্ত্রিক চর্চা অসম্ভব। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে।
আজ দুপরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পল্লীবন্ধু পদক-২০২১ বাস্তবায়ন পরিষদের এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমএম নিয়াজ উদ্দিন, হেনা খান পন্নি, আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ প্রমুখ।
বাসস/সবি/এমএআর/২১১৬/-শআ