কানাডিয়ান গীতিকার রেমন্ড লেভেস্ক করোনায় মারা গেছেন

403

মন্ট্রিল, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক): কানাডার গীতিকার, গায়ক, ঔপন্যাসিক ও কবি রেমন্ড লেভেস্ক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
কানাডিয়ান সংবাদ মাধ্যম সোমবার এ খবর জানিয়েছে। কুইবেকে জন্ম নেয়া এই কবি বিশ্বব্যাপী জনপ্রিয় সঙ্গীত ‘কোয়ান্ড লেস হোমসভিভ্রন্টডি’মৌর’ লেখার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি শতশত গান রচনা করেন যা কুইবেকের সাংস্কৃতিক অঙ্গনের অংশ হয়ে উঠেছে।
কুইবেকের প্রধানমন্ত্রী ফ্রাংকোইস লেগাল্ট টুইটারে শোক জানিয়ে বলেছেন, সর্বকালের অন্যতম সুন্দর গানের লেখক রেমন্ড লেভেস্কের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।
কুইবেকের স্বাধীনতার ধারণার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ লেভেস্ক ২০০৫ সালে গভর্ণর জেনারেল এ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছিলেন। কারণ এই এ্যাওয়ার্ড কানাডায় ব্রিটিশ রাজতন্ত্রকে প্রতিনিধিত্ব করে।
লেভেস্ক ১৯৮০’র দশকে বধির হওয়ার পর লেখালেখিতে মনোযোগী হোন। তিনি কবিতা,নাটক ও উপন্যাস লিখেছেন।
কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার তিনি মারা যান। তার পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে।