নওগাঁয় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ শুরু হয়েছে

172

নওগাঁ, ১৮ আগস্ট, ২০১৮ (বাসস) : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। শহরের পার-নওগাঁয় পুরাতন টাউনহলের জায়গায় শনিবার বেলা ১১টায় কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম সামদানী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রমোঃ আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শফিউর রহমান চৌধুরীসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এই কমপ্লেক্স ভবনটি নির্মান করবে গণপূর্ত বিভাগ।