ম্যানিলা বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু

252

ম্যানিলা, ১৮ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ফিলিপাইনের বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রানওয়েটি ফের চালু করে দিয়েছে। রানওয়ে থেকে চীনের ক্ষতিগ্রস্ত বিমানটি সরিয়ে নেয়ার কয়েকঘণ্টা পর এর কার্যক্রম পুনরায় শুরু করা হল।
বৃহস্পতিবার জিয়ামেন এয়ার এর একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে গেলে এর ব্যাপক ক্ষতি হয়।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
ফিলিপাইনে জিয়ামেন এয়ার বিমান কোম্পানির কান্ট্রি ম্যানেজার লিন হুয়াগুন বলেন, দুর্ঘটনার ফলে আটকে পড়া প্রায় দু’হাজার যাত্রীর জন্যে চীনা বিমান কোম্পানীটি এক দিনের মধ্যেই ম্যানিলায় সাতটি বিমান পাঠাবে।
তিনি বলেন, এছাড়াও জিয়ামেন এয়ার ফিলিপাইন কর্র্তৃপক্ষকে এই দুর্ঘটনার কারণ জানতে চলমান তদন্তে পূর্ণ সহযোগিতা করতে ও আটকা পড়া যাত্রীদের সহায়তায় ম্যানিলায় একটি দল পাঠাবে।
এই দুর্ঘটনার পর শুক্রবার বিমানবন্দরের তিনটি টার্মিনালের ১৩৫টি ফ্লাইট বাতিল করা হলে বিভিন্ন বিমানবন্দরে প্রায় দু’ হাজার যাত্রী আটকা পড়ে।
অনেক বিমান আকাশপথেই গতিপথ পরিবর্তন করে ম্যানিলার উত্তরাঞ্চলীয় ক্লার্ক বিমানবন্দর ও ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু বিমানবন্দরে অবতরণ করে।