টি-২০ সিরিজ জিতলো বাংলাদেশ ‘এ’ দল

224

ডাবলিন, ১৮ আগস্ট, ২০১৮ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জিতলো বাংলাদেশ ‘এ’ দল। গতরাতে আনঅফিসিয়াল তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে আইরিশদের। এই জয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতলো সৌম্য সরকারের দল।
ডাবলিনে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচটি ১৮ ওভারে নির্ধারণ করা হয়। ১৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রান করে আয়ারল্যান্ড। পোর্টারফিল্ড ৭৮ ও সিং অপরাজিত ৬৭ রান করেন। বাংলাদেশের সাইফউদ্দিন ২৮ রানে ৪ উইকেট নেন।
জয়ের জন্য ১৮৭ রানের বড় টার্গেটে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১১৭ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও অধিনায়ক সৌম্য সরকার। ৩০ বলে ২টি চার ও ৪ ছক্কায় ৩০ বলে ৪৭ রান করে থামেন সৌম্য। তবে অন্যপ্রান্তে ব্যাট হাতে অবিচল ছিলেন মিথুন।
প্রথম দু’ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ মিথুন ২৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ৭টি চার ও ৬টি ছক্কার মার ছিলো।
সৌম্য-মিথুনের গড়ে দেওয়া জয়ের ভিতকে যথাযথভাবে কাজে লাগায় বাংলাদেশের পরবর্তী ব্যাটসম্যানরা। তাই ৭ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পরের দিকে বাংলাদেশের পক্ষে আল আমিন ২১, মোমিনুল হক ১১, নাজমুল হোসেন শান্ত ৬ ও জাকির হাসান ১৩ রান করেন।
ওয়ানডে সিরিজ সমতায় শেষ হলেও, টি-২০ সিরিজ ঠিকই জিতে নিলো বাংলাদেশ।