বাসস দেশ-১৯ : ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে : আইজিপি

662

বাসস দেশ-১৯
আইজিপি-পরিদর্শন
ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে : আইজিপি
সাভার, ১৭ আগস্ট, ২০১৮ (বাসস) : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে।
সারাদেশে সড়কই মহাসড়কে যানজট মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আজ শুক্রবার বিকেলে আসন্ন কোরবানীর ঈদকে কেন্দ্র করে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল পরিস্থিতি পরিদর্শন শেষে আশুলিয়ার বাইপাইলে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তার সাথে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, পশুবাহী ট্রাকগুলো যাতে অবাধে গন্তব্যের হাটে যেতে পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।
ঈদে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা যাতে তাদের ন্যায্য মজুরি পান ও কোন বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না হয়, সেদিকে নজর দিতে কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান আইজিপি।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২১২৫/রশিদ/-এইচএন