রোহিঙ্গা শিবির পরিদর্শনে ফরাসি রাষ্ট্রদূত

410

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মেরিন এসসিইউএইচ সম্প্রতি রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং সেখানে অবস্থানরত মহিলা, শিশু এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
পরিদর্শনকালে সংকট ও সহায়তা কেন্দ্রের (সিডিসিএস) পরিচালক এরিক শেভালিয়র এবং ফ্রেন্ডস্ এনজিওর নির্বাহী পরিচালক রুনা খান রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
ফরাসি রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তারা বিবলিওথেকস সান্স ফ্রন্টিয়ারেস কতৃক পরিচালিত একটি আইডিয়া বক্স পরিদর্শন করেন এবং মেডেকিন্স ডু মোন্ডে পরিচালিত একটি কমিউনিটি রিসোর্স সেন্টার উদ্বোধন করেন।
এ সময় তারা সিডিসিএসের অর্থায়নে উখিয়ার নতুন ফ্রেন্ডশিপ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন।