বাসস ক্রীড়া-৩ : শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স; ১৫তম স্থানে জার্মানি

149

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-ফিফা র‌্যাংকিং
শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স; ১৫তম স্থানে জার্মানি
জুরিখ, ১৭ আগস্ট ২০১৮ (বাসস) : বিশ্ব ফুটবল র‌্যাংকিং-এ শীর্ষে উঠলো ফ্রান্স। বিশ্ব ফুটবলের শিরোপা জয় করায় র‌্যাংকিং-এ উন্নতি ঘটেছে ফরাসিদের। ছয় ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছে ফ্রান্স। গেলো আসরের চ্যাম্পিয়ন জার্মানি রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। ফলে শীর্ষ স্থানচ্যুত হয়ে ১৫তম স্থানে নেমে গেছে জার্মানি। বিশ্বকাপের পর বৃহস্পতিবার প্রথমবারের মত র‌্যাংকিং ঘোষণা করে ফিফা।
বিশ্বকাপ শুরুর আগে সপ্তমস্থানে ছিলো ফ্রান্স। বিশ্বকাপ জয়ে শীর্ষে উঠলো তারা। এর আগে একবার ফিফা র‌্যাংকিং-এর শীর্ষে উঠেছিলো ফরাসিরা। ২০০১ সালের মে মাসে। ২০০২ সালের মে মাস পর্যন্ত শীর্ষে ছিলো ফ্রান্স। ফরাসিদের সর্বনি¤œ র‌্যাংকিং ছিলো ২৬। ২০১০ সালের সেপ্টেম্বরে ২৬তম স্থান ছিলো ফ্রান্স।
বিশ্বসকাপের তৃতীয় হওয়া বেলজিয়াম রয়েছে দ্বিতীয়স্থানে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে তৃতীয়স্থানে। চতুর্থস্থানে রয়েছে বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া।
পঞ্চম থেকে দশম পর্যন্ত রয়েছে যথাক্রমে- উরুগুয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। ১১তম স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
বাংলাদেশের অবস্থান ১৯৪তম।
বাসস/এএমটি/১৬৫৫/-স্বব