মিয়ানমারে প্রেসিডেন্ট কার্যালয়ের নাম পরিবর্তন

361

ইয়াংগুন, ৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক): মিয়ানমারের স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল প্রেসিডেন্ট কার্যালয়ের নাম পরিবর্তন করে অফিস অব স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল করেছে।
শনিবার কাউন্সিলের ইস্যুকরা এক আদেশে এ কথা বলা হয়েছে।
এছাড়া ইউনিয়ন গর্ভমেন্ট অফিসের নাম পরিবর্তন করে অফিস অব স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল রাখা হয়েছে।
স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল তিন সদস্য বিশিষ্ট একটি প্রেস টিম গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল জ মিনতুন।
গত সোমবার নতুন পার্লামেন্ট অধিবেশনের প্রাক্কালে দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সানসুচিসহ এনএলডি’র সিনিয়র নেতারদের গ্রেফতার ও এক বছরের জরুরি অবস্থা জারির পর রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিরক্ষা বিভাগের কমান্ডার-ইন-চিফ মিন অং হাইলাংয়ের ওপর ন্যস্ত করা হয়। এর পর প্রতিরক্ষা বিভাগের কমান্ডার-ইন-চিফ কার্যালয় সম্প্রতি স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল গঠন করে।
নবগঠিত স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন ইলেকশন কমিশনও সংস্কার করেছে। দেশটির সামরিকবাহিনী নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছে।
এছাড়া জরুরি অবস্থা জারির পর কেবিনেটেও বড় ধরণের রদবদল করা হয়।
এদিকে এনএলডি পার্টি তাদের সোশ্যাল মিডিয়া পেজে আটক নেতাকর্মীদের মুক্তি, ২০২০ সালের নির্বাচনের ফলাফল মেনে নেয়াসহ নতুন পার্লামেন্টের অধিবেশনের আহ্বান জানিয়েছে।