বাসস দেশ-৩৪ : ভারতের সাবেক প্রধামন্ত্রী বাজপেয়ীর মৃত্যুতে হুসেইন মুহম্মদ এরশাদের শোক

616

বাসস দেশ-৩৪
এরশাদ-শোক
ভারতের সাবেক প্রধামন্ত্রী বাজপেয়ীর মৃত্যুতে হুসেইন মুহম্মদ এরশাদের শোক
ঢাকা, ১৬ আগস্ট, ২০১৮ (বাসস) : ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাবেক রাষ্ট্রপতি বলেন, বাজপেয়ীর মৃত্যুতে উপমহাদেশ একজন দেশপ্রেমিক নেতা হারালো। তার মৃত্যুতে ভারতের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অটল বিহারী বাজপেয়ীর দূরদর্শী উদ্যোগ ও মানবতাবোধ তিনি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্মারণ করেন।
তিনি বলেন, বন্ধুপ্রতিম ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে অটল বিহারী বাজপেয়ী প্রমাণ করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের অকৃত্রিম বন্ধু।
এরশাদ অটল বিহারী বাজপেয়ীর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও ভারতের শোকার্ত নাগরিকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাসস/সবি/এফএইচ/২২০০/এইচএন