বাসস দেশ-৩৩ : লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় শোক দিবস পালিত

638

বাসস দেশ-৩৩
লন্ডন- জাতীয় শোক দিবস
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় শোক দিবস পালিত
ঢাকা, ১৬ আগস্ট, ২০১৮ (বাসস) : যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
লন্ডন থেকে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন বলেন, বঙ্গবন্ধু হলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার রূপকার, অবিসংবাদিত অকুতোভয় নেতা।
এ সময় বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়। অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া এবং তার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মহান নেতার অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে তুলে ধরেন। তারা ১৫ই আগস্ট ১৯৭৫-এ বর্বর হত্যাকা-ের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বাসস/তবি/এফএইচ/২১২৫/আরজি