ক্যাপিটল ভবনে হামলায় নিহত পুলিশ সদস্যের প্রতি বাইডেনের শ্রদ্ধা

283

ওয়াশিংটন, ৩ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : মার্কিন ক্যাপিটল ভবনে গত মাসে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলায় মারাত্মকভাবে আহত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্যের প্রতি যুক্তরাষ্ট্রের নব-নিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার শ্রদ্ধা জানিয়েছেন। ক্যাপিটলের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। খবর এএফপি’র।
ফার্স্ট লেডিকে পাশে নিয়ে বাইডেন তার মাথা নত করেন এবং মৃত পুলিশ কর্মকর্তা ব্রিয়ান সিকনিককে বহন করা টেবিলের ওপর হাত রাখেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস হাউস ভবনে শ্রদ্ধা জানিয়ে সমাধিস্থ করে তাকে এক বিরল সম্মান জানানো হয়।
ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা চলাকালে সিকনিক তার মাথায় মারাত্মক আঘাত পান।
ক্যাপিটল পুলিশ জানায়, ৪২ বছর বয়সী নিরাপত্তা বাহিনীর এ সদস্য কংগ্রেসের আঙ্গিনা রক্ষা করে তার দপ্তরে ফিরে আসেন এবং সেখানেই তিনি আঘাত পেয়ে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়।
তারা জানান, পরের দিন তিনি মারা যান। এতে ক্যাপিটল ভবনে সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।
এদিকে সিকনিকের সম্মানে ক্যাপিটল ভবনের বিভিন্ন পতাকা আগেই অর্ধনমিত করা হয়।