মিয়ানমারের ক্ষমতাচ্যুত দলের নেতা সুকি ও অন্যদের মুক্তির আহ্বান

599

ইয়াঙ্গুন,২ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দল মঙ্গলবার দেশটির আটক নেত্রী অং সান সুকি এবং অন্য নেতাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার একদিন পর দলটি এ আহ্বান জানালো। খবর এএফপি’র।
দাপ্তরিক ফেসবুক পেজে দেয়া বার্তায় দলটি ‘প্রেসিডেন্ট (উইন মিন্ট) ও স্টেট কাউন্সিলরসহ (সুকি) সকল বন্দিকে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে।’
এতে আরো বলা হয়, ‘আমরা এটাকে রাষ্ট্রের ইতিহাসের একটি কলঙ্ক হিসেবে দেখছি।’