সিরিয়া বিষয়ে সমঝোতামূলক খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে নাকচ

680

জাতিসংঘ, ১১ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ার দৌমাতে রাসায়নিক অস্ত্র হামলার ব্যাপারে একটি সমঝোতামূলক খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নাকচ হয়েছে।
মঙ্গলবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে সুইডেন আর তা সমর্থন করেছিলো রাশিয়া, সুইডেনসহ পাঁচ সদস্য দেশ।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৪টি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিলে তা বাতিল হয়ে যায়। আরো ছয় দেশ ভোটদানে বিরত থাকে।
খবর তাস এর।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নিবেনজা বলেন, নিরাপত্তা পরিষদে সমঝোতামূলক প্রস্তাবটি নাকচ করার ঘটনাটি দুঃখজনক ও হতাশাজনক।